Posts

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। কোচবিহার থেকে জল্পেশ্বর শিব মন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর।

Image
গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। কোচবিহার থেকে জল্পেশ্বর শিব মন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। আহত আরও ১৫ থেকে ১৬ জন। একটি ব্রিজ পার হওয়ার সময় গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়। তার জেরেই তড়িদাহত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।প্রতিবছরই শ্রাবণ মাসে জল্পেশ্বরের শিব মন্দিরে যাওয়ার ধুম থাকে। রবিবার রাতেও পুণ্যার্থীদের একটি দল কোচবিহারের শীতলকুচি থেকে পিক আপ ভ্যানে চেপে জল্পেশ্বরের মন্দিরের দিকে রওনা হয়েছিল। পুণ্যার্থীদের মধ্যে অধিকাংশই ছিল যুবক। গাড়িতে ডিজে মিউজিক বাজানোর জন্য সঙ্গে ছিল জেনারেটর। জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার ব্রিজ পার হওয়ার সময় আচমকাই গাড়িতে শর্ট সার্কিট হয়। যার জেরে বিদ্যুৎস্পষ্ট হয়ে যায় একাধিক পুণ্যার্থী। অনুমান করা হচ্ছে, গাড়িতে থাকা জেনারেটর থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টদের দ্রুত স্থানীয় চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে ১০ পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আরও ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই অবস্...

helapakri

Image

helapakri

Image
Hel

COVID19

Image
তিন মাস পরের ঘটনা, লকডাউনের আজ বিরানব্বই দিন হলো। বিগত বাইশ দিন ফ্ল্যাটের বাইরে পা রাখিনি। গতকাল থেকে পেটে কিছু পড়েনি। শুধু বাচ্চাটার জন্য একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম, নুন দিয়ে মেখে ওর মা খাইয়ে দিয়েছে। জানালা দিয়ে তাকালে বাইরে শ্মশান ঘাট নিস্তব্ধতা। রাস্তায় স্তুপাকৃতি জঞ্জাল। সাফাই করার লোক নেই। সপ্তাহে একদিন আসে। ওদের বস্তিতে অধিকাংশই করোনা আক্রান্ত। শুনছি অনেক জায়গায় রাস্তায় পড়ে আছে মৃতদেহ, শ্মশানে নিয়ে যাবে কে । সরকারি গাড়ি মাঝে মাঝে এসে তুলে নিয়ে জ্বালিয়ে দিয়ে আসছে সরকারি হাসপাতাল গুলোতে পিলপিল করছে রুগী। টিভিতে আজকাল মাঝেমধ্যেই পুরোনো খবর দেখায়। সাংবাদিক খুব একটা বেচে নেই। খবর দেবে কে? আমাদের সোসাইটির ছত্রিশটা পরিবারের মধ্যে আমাদের নিয়ে বারোটি পরিবার এখনো টিকে আছি। বাকিরা সরকারি হাসপাতালে বন্দী, অথবা কবরস্থানে, শ্মশানে ছাই হয়ে উড়ে গেছে। সারাদিনে দু'ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি। পাম্প চালানোর সিকিউরিটি নেই। নিজেদেরই গিয়ে চালাতে হচ্ছে। বস্তিগুলো খাঁ খাঁ করছে। ওরাই প্রথমদিকে সবচেয়ে বেশি রাস্তায় বেরোত। ওখান থেকেই করোনার আউটব্রেক শুরু হয়। তারপর যা ভাবা হয়েছিল, তার চেয়েও বহুগুণ বেশ...

lover

Image
প্রেমিক সে নয় যে শুধু শাড়ির উপর থেকে উঁচু স্তন দেখে চোখের ক্ষুধা মিটিয়ে নেয়। প্রেমিক সে যে শাড়ি পরার পরে হাটতে কষ্ট হওয়া অনুভব করতে পেরে হাত চেপে রাস্তা পাড় করে দেয়,যে বুঝতে পারে কতটা প্রেম নিয়ে তার প্রেয়সী তার জন্য শাড়ি চুড়ি পরলে।কতটা যত্নে প্রেমিকার চোখে কাজল আর কপালে টিপ দিলাে এটা প্রেমিক ছাড়া কোনাে ভিন্ন পুরুষের অন্তর টের পাবে না। প্রেমিক সে নয় যে আপনার শরীর ভােগের পরে আপনাকে ব্যাবহার করা ন্যাপকিনের মতাে ফেলে দিবে। প্রেমিক সে যে প্রেমিকার মুখে তার ধর্ষণের হবার গল্প শুনেও তাকে ফেলে চলে যায়না।বরং শক্তি হয়ে পাশে দাঁড়ায়।তার বুক পেতে দিয়ে প্রেমিকার যন্ত্রনার ভাগ নেয়। কখনাে সে প্রেমিক নয় যে শুধু আপনাকে শহরের অলিগলির কিছু বদ্ধ। কেবিন চেনাবে। প্রেমিক সে নয় যার জন্য আপনার পার্লারে গিয়ে মুখে রঙচঙ মেখে তার সামনে যেতে হবে কিংবা আপনার বড় চুল ছোট করে কোকড়া চুল টানটান করে চুলে নানান রঙ লাগাতে হবে। জানেন তো প্রেমিকা বড় চুল ই ভালোবাসে।তার ব্যাকুল হবার জন্য আপনার শ্যাম্পু করা চুলের ঘ্রান ই যথেষ্ট। আপনার প্রেমিক সে ই যে আপনাকে অন্ধকার পথে একা ফেলে চলে যাবেনা।আপনার দুর্বলতার ...

helapakri

Image