lover
প্রেমিক সে নয় যে শুধু শাড়ির উপর থেকে উঁচু স্তন দেখে চোখের ক্ষুধা
মিটিয়ে নেয়।
প্রেমিক সে যে শাড়ি পরার পরে হাটতে কষ্ট হওয়া অনুভব করতে পেরে
হাত চেপে রাস্তা পাড় করে দেয়,যে বুঝতে পারে কতটা প্রেম নিয়ে তার
প্রেয়সী তার জন্য শাড়ি চুড়ি পরলে।কতটা যত্নে প্রেমিকার চোখে
কাজল আর কপালে টিপ দিলাে এটা প্রেমিক ছাড়া কোনাে ভিন্ন
পুরুষের অন্তর টের পাবে না।
প্রেমিক সে নয় যে আপনার শরীর ভােগের পরে আপনাকে ব্যাবহার
করা ন্যাপকিনের মতাে ফেলে দিবে।
প্রেমিক সে যে প্রেমিকার মুখে তার ধর্ষণের হবার গল্প শুনেও তাকে
ফেলে চলে যায়না।বরং শক্তি হয়ে পাশে দাঁড়ায়।তার বুক পেতে দিয়ে
প্রেমিকার যন্ত্রনার ভাগ নেয়।
কখনাে সে প্রেমিক নয় যে শুধু আপনাকে শহরের অলিগলির কিছু বদ্ধ।
কেবিন চেনাবে।
প্রেমিক সে নয় যার জন্য আপনার পার্লারে গিয়ে মুখে রঙচঙ মেখে
তার সামনে যেতে হবে কিংবা আপনার বড় চুল ছোট করে কোকড়া
চুল টানটান করে চুলে নানান রঙ লাগাতে হবে।
জানেন তো প্রেমিকা বড় চুল ই ভালোবাসে।তার ব্যাকুল হবার জন্য
আপনার শ্যাম্পু করা চুলের ঘ্রান ই যথেষ্ট।
আপনার প্রেমিক সে ই যে আপনাকে অন্ধকার পথে একা ফেলে চলে
যাবেনা।আপনার দুর্বলতার সুযোগ নিবে না।আপনার বন্ধু মহল।
আজ্ঞা করার বিষয়বস্তু বানাবে না।আপনার অসুস্থতায় আপনাকে
রাত জাগতে দিবেন।আপনার কন্ঠ শুনে বুঝে যাবে আপনার মন
ভালো নেই।
প্রেমিক তাে সেই মানুষ টা যার চোখে তার প্রেমিকার জন্য সম্মান
Comments
Post a Comment